বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আজ মরু সাঁঝে - -

আজ মরু সাঁঝে, দুম করে বৃষ্টি ভিজিয়ে গেছে 
শহরের গলি রাস্তা, সুদুর বিজন অঞ্চলে 
জোনাকিদের শিবিরে, হয় ত 
পুনরায় জুটবে নিশি -
জাগরণের 
অনুক্রম,
কে যেন ফিরে গেছে কড়া নাড়িয়ে হৃদয়ের -
দ্বার, অবচেতন ভাবনারা যখন ফিরে 
পেল জ্ঞান, তখন নীল আঁধারে 
ভেসে চলেছে তার প্রণয় -
স্বরলিপি, জীবন 
খুঁজে সেই 
গোপন আবেগের রাগ রাগিনী, বেঁধে রাখতে 
চায় তার ভালবাসা, দূর হতে অদৃশ্য 
কৌশেয় বন্ধনে ! সে স্বপ্নভরা 
সজলতা ভরে যেতে 
চায় বুকের 
মাঝে 
জীবন পুনরায় অগ্রসর বহুদূর বিহানের - - 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 
art by Louise LeGresley

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন