বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সত্যের নগ্নতা !

এত  কাছে আসার পরেও যদি  সে রয়ে যায় 
অপরিচিত ! প্রাণ ভরে ভালবাসার 
পরেও সে যদি পিপাসিত 
পাহাড়ি নদী, সব 
কিছু নিঃশেষ 
করার 
পরে ও সে যদি এখনো বর্ষার জন্য প্রতীক্ষিত,
অজানা জ্যামিতির মাঝে গড়ানো, তার 
প্রণয়ের ত্রিকোণে, জীবন খুঁজে - -
রহস্য বিন্দু, আবেশিত 
রেখার মিলন 
স্থল !
যতই গভীরে যাই, দেখি আসক্তির কুয়াশা -
আর কমে না, ক্রমশঃ ঘনিয়ে যায় 
প্রতিটি ধাপে, টেনে নিয়ে 
যেতে চায় বহু দূরে 
অপ্রত্যাশিত 
ভাবে,
সে যেন নিশুতি রাতের মায়াবী নিশি ডাক !
ডেকে যায় চোখের আলোর দ্বারা,
অদৃশ্য দেহে, নিয়ে যেতে 
চায় সুদুর জনশূন্য 
প্রান্তরে, খুব 
সম্ভব 
দেখতে চায় অন্তরতমের আবরণ বিহীন রূপ,
সত্যের নগ্নতা !
* * 
- শান্তনু সান্যাল 

source unknown 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন