এইমাত্র ছুঁয়ে গেছে কস্তুরী গন্ধ, পরবর্তী -
মুহুর্তে জানি না কি যে আছে, এক
অনপেখিত শীত আগুন বহে
যায় বাতাবরণে, তার
নয়নের জগৎ !
খুবই
দুরূহ, কোথায় গিয়ে যে থামবে মায়াবী -
রাতের সম্মোহন, বলা কঠিন,
আকাশ হতে ঝরে যায়
উন্মাদিত রঙ !
বিন্দু
প্রতি বিন্দু, জীবন দুলে রয় নাগরদোলায়,
কোন অশ্রুত মধুমাসের পরশ
ছুঁয়ে গেছে দেহ ও প্রাণে,
চার দিকে শুধুই
পলাশ রঙ্গী
ছায়া,
সহজ নয় তার প্রণয় আবর্ত হতে মুক্তি।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by TONY GORTE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন