নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে
তখন সব কিছু,
পৃথিবী
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে
গেলাম বিদায় !
হে ! প্রিয়
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন