এই জীবন কখনো খুবই পেঁচানো, স্তরে স্তরে
http://sanyalsplanet.blogspot.com/
Subrata Das - Bengal Artist
লুকানো আগ্নেয় অনুভূতি, আবার অনেক
সময় খুবই সহজ হাত বাড়ালেই
প্রজাপতির রঙ্গীন ডানা,
কখনো করতলের
মাঝের -
জোনাকির আলো, আঙ্গুলের বাঁধন খুলে - -
গেলেই অন্ধকার, রয়ে যায় রেশমী
শল্কের দাগ আর এলোমেলো
রেখার জাল, জটিল
হিসাব নিকাশ,
আবার
মাঝে মাঝে এই জীবন শিশুর বুকে জড়ানো
শালুক গুচ্ছ, চেয়ে রয় বিস্ময় চোখে
রাজহংসের ঝাঁক পুকুর পারে,
স্বপ্নবিহীন অথবা নীরব
ভাবনার সাথে,
অনেক
সময় সে অধরা গঙ্গা ফড়িং, বেরিয়ে আসে
হঠাৎগভীর পুকুর হতে - -
* *
- শান্তনু সান্যাল
Subrata Das - Bengal Artist
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন