আত্মীয়তার বসন ছিল কাঁচা রঙ্গী, কিছু
দিন রইলো দেহ ও ভাবনা সাথে
জড়িয়ে, পরবর্তী কালে
ক্রমশঃ গেছে
রং উঠে,
তাই ছাতের এক কোণায়, দড়ির শেষ -
প্রান্তে রইলো ফেলানো, পেরকের
সাথে ওই অস্থায়ী চুক্তি,
ঝড় বাদল থেকে
ভয় মুক্তি,
কিছু পরিচিত চড়ুই পাখিরা, প্রায়শ - -
গেছে ঠোকরিয়ে, সবাই যেন
নিজের নীড় নিয়ে ব্যস্ত,
যত দিন থাকে
চমক -
দমক আয়না ও যায় ভালোবেসে, তার
পরে শুন্য দড়ি ঝুলে রয়, প্লাস্টার
খসা ছাতের সীমানার
দেয়ালে একাকী
নিঃশব্দ !
* *
- শান্তনু সান্যাল
unknown source of art - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন