শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

একাকী অস্তিত্ব ! / ভাঙ্গন ভরা তীরে - -

১. একাকী অস্তিত্ব !
এ কেমন স্থান, দেখি চার দিকে শুধুই ধোঁয়ার
বাদল, এ কেমন পৃথিবী খুঁজে পাই না
নিজের প্রতিচ্ছায়া, সরে চলেছে
সবাই একে-একে জানা
অজানা চেহারা,
সবাই
যেন গুটিয়ে যেতে চায় নিজের ভিতরে, এক
অদ্ভুত হাসির মাঝে ঘুলে যেতে চায়
আত্মীয়তা, ক্ষণিক বন্ধনের
ছাড়া যেন কেউ কাছে
আসতে চায় না,
অদৃশ্য
দুরুত্ব রেখে কেবল আনুষ্ঠানিকতা, না প্রেম
না অনুরাগ, যেন মুখোশ পরার এক
মহা প্রতিযোগিতা, আর হৃদয়
পাগল যথারীতি, খুঁজে
মরে তথাকথিত
ভালবাসা,
পরিশেষে জীবন হাসে নিজের উপরে, সব -
কিছুই ত স্বপ্নের ইন্দ্রজাল, প্রতিবিম্বিত
অট্টহাসের মাঝে রয়ে যায়
একাকী অস্তিত্ব !
* *
- শান্তনু সান্যাল



২.ভাঙ্গন ভরা তীরে - -

ভাঙ্গন ভরা তীরে কেউ পথ চেয়ে রবে,
জরুরি ত নয়, জীবন চায়
অন্ধকারের সাথে
সমঝোতা,
তাই
ফিরে আসে বারে বারে নিজের নীড়ে !
তোমার চোখের আলোয় আছে
উদ্ভাসিত, আমার ঝাপসা
বাসার ঠিকানা, সে
তুমি জানো
কিংবা
না, সেটা তোমার হৃদয়ের মামলা - -
কিন্তু কোথায় যেন, এক
বিশ্বাস জেগে রয়
বুকে নিয়ে,
কিছু
মধুর স্বপ্নের অপ্রত্যাশিত পুনরাবৃত্তি !
তাই পাল নামিয়ে ঘাটে, জীবন
খুঁজে তোমার চোখের
আলোকিত সরু
গলি - -
* *
- শান্তনু সান্যাল

৩.স্পন্দনের মূল্যায়ন - -

স্পন্দনের মূল্যায়ন করা সহজ কোথায়,
তাই চোখের নিথর অশ্রু বিন্দুর
মাঝে, রইলো চিরস্থায়ী
মৌন, প্রণয়ের
অবুঝ
কাহিনী, দেহ তখন অদৃশ্য সত্তার পূর্ণ -
আয়ত্তে, উন্মুক্ত প্রাণ আকাশ
পথে ! তোমার পার্থিব
চাহিদা এবং
আমার
অনন্ত ভালবাসা, কোনো এক গন্তব্যে
হয় তো মিলেছে পরস্পর, কিছু
মুহুর্তের সম্মোহনে, কিন্তু


তুমি যথারীতি
বাঁধতে
পারো নি যাযাবর আত্মা, ঠিক কোনো
পরিযায়ী, অদ্ভুত সুন্দর প্রজাপতির
সমতুল্য সে উড়ে গেছে এক
অন্য অজানা উপগ্রহে !
তুমি তখন পড়ে
রইলে ধরার
বুকে -
ঝরা ফুলের ভিড়ে, জানি না ওই শেষ -
দহনের বেলায় আকাশের অশ্রু
ঝরলো কি না - -
* *
- শান্তনু সান্যাল 

৪.সজল আঁখির মাঝে - -
সেই পথে গেছে মধুমাস কি পাতা ঝরার
ঋতু, জানে না এ মন, শুধুই গেছি
হারিয়ে বারংবার তার
সন্নিধি নিজের
সব কিছু,
সেই পরাজয়ে লুকানো রয়েছে জীবনের -
অমূল্য সৌন্দর্য্য, প্রেম কি অনুরাগ,
অথবা বিধ্বংসের উৎপত্তি,
কিছুই জানে না এই
হৃদয়, কেবল
চোখের
আগে ভাসে তার অপরূপ প্রতিচ্ছায়া, না
পৃথিবীর দহন, না আকাশের মায়া
ভরা জোছনা, কি এমন আছে
তার অদৃশ্য টানে ভুলে
যায় জীবন সহসা
এক মুহুর্তে,
অনন্তকালের ব্যথা বেদনা, সহস্ত্র যুগের -
উপাসনা কি সাধনা, জানি না কি
সম্মোহন রয়েছে তার সজল
আঁখির মাঝে, অসংকৃৎ
ভাবে জীবন চায়
নিমজ্জন,
পুনঃপুনঃ হৃদয় চায় তাকে ভালবাসতে - -
* *
- শান্তনু সান্যাল

৫.আস্থার প্রদীপ - -
সুদুর কোন সন্ধ্যার আকাশ যেন তার
ভালোবাসা, ভরে যায় হৃদয়ের
রিক্ত নদী প্রতি মুহুর্তে,
ভেসে উঠে
সহসা,
রঙীন প্রতিবিম্বিত ভাবনা শান্ত লহরে,
সে অদৃশ্য কি প্রতিভাসিত, বলা
কঠিন, অন্তরে যায় জাগিয়ে
সুপ্ত শিখার আলো,
বিসন্ন ক্ষণে,
জীবন
খুঁজে পায় হারানো পথ সহজে, সঘন -
অন্ধকারে, অন্তর্মনের দ্বার খুলে
কে যেন বলে - আবার
সুন্দর গড়ে উঠবে
সমস্ত কিছু,
কেবল
যেন আস্থার প্রদীপ যায় না কোনো দিন
হারিয়ে - -
* *
- শান্তনু সান্যাল





নিঃশর্ত সব
কিছু - -

প্রত্যাশার
নেপথ্যে, উঠে যাক সমস্ত পারদর্শী রঙ্গীন
যবনিকা, উন্মুক্ত মঞ্চে চলো যাই
হারিয়ে, যত সব বিনিময়ের
অবুঝ জ্যামিতি আর
ভালো লাগে না,
হৃদয় চায়
পরিপূর্ণ মুখোশের স্খলন, বাহির ভেতরের
দ্বন্দ্বের ইতি, সরাসরি ভাবে বুকের
কথা, ভালো কি মন্দ কিছুও
হোক, যা তোমার
ইচ্ছে বলো,
ভাবনার গ্রন্থী যাও খুলে, জীবন চায় এই
মুহুর্তে, অভিনয় রহিত এক
অপরিভাষিত সন্ধি,
নিঃশর্ত সব
কিছু - -
* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন