তোমার ছোঁয়া লেগে, মাটির বুকে জাগে -
প্রসুপ্ত স্বপ্নের গন্ধ, তুমি তখন
শিউলির সাথে একাকার,
হাওয়ায় দেখি এক
অদ্ভুত টান,
বহে
আসে অজয় নদীর পার হতে, মেখে সারা
দেহে বাউলের তন্দ্রা, তুমি তখন
টেনে নিয়ে যেতে চাও
কোন অজানা
ঢিবির
নীচে লিখতে চাও আমার অন্তরে প্রণয়ী -
ইতিহাস, সন্ধ্যা যখন নামে পশ্চিমা
আকাশে, অসময়ের মেঘের
ফাঁকে তুমি তখন
অশনি
সংকেতে ! ভরে যাও জীবনে শ্রাবণের - -
অনুভূতি, পরিতপ্ত ভাবনারা সহসা,
ভাঙতে চায় রেশমী শুকের
খোল, উড়ে যেতে
চায় খুলে
কোমল ডানা, তুমি তখন নিরীহ শিশুর
হাসি ধরে রাখতে চাও আমার
হৃদয়, আধ খোলা কর -
তলে ! আমি তখন
নিজেই
ধরা দিতে চাই, পুনরায় হতে চাই বন্দী,
তোমার বুকের অজানা কোণে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water-lily
প্রসুপ্ত স্বপ্নের গন্ধ, তুমি তখন
শিউলির সাথে একাকার,
হাওয়ায় দেখি এক
অদ্ভুত টান,
বহে
আসে অজয় নদীর পার হতে, মেখে সারা
দেহে বাউলের তন্দ্রা, তুমি তখন
টেনে নিয়ে যেতে চাও
কোন অজানা
ঢিবির
নীচে লিখতে চাও আমার অন্তরে প্রণয়ী -
ইতিহাস, সন্ধ্যা যখন নামে পশ্চিমা
আকাশে, অসময়ের মেঘের
ফাঁকে তুমি তখন
অশনি
সংকেতে ! ভরে যাও জীবনে শ্রাবণের - -
অনুভূতি, পরিতপ্ত ভাবনারা সহসা,
ভাঙতে চায় রেশমী শুকের
খোল, উড়ে যেতে
চায় খুলে
কোমল ডানা, তুমি তখন নিরীহ শিশুর
হাসি ধরে রাখতে চাও আমার
হৃদয়, আধ খোলা কর -
তলে ! আমি তখন
নিজেই
ধরা দিতে চাই, পুনরায় হতে চাই বন্দী,
তোমার বুকের অজানা কোণে !
* *
- শান্তনু সান্যাল
water-lily
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন