কৌতূহল তার অশেষ, বুকের ভেতর হতে
সে যেতে চায় অন্তর্মনের গভীরে,
যথেষ্ট নয় তার কাছে
চোখের প্রণয় !
সে যেন
প্রান্তবর্তী পিপাসা নিয়ে দেহ ও প্রাণে, ছুঁতে
চায় আবেগী হৃদয়ের স্পন্দন, পূর্ণ
নিবদ্ধের অভিলাষ তখন
স্পষ্ট বোঝা যায়
তার বিহ্বল
আঁখির
কোণে, এক নীলাভ আলোর প্রদীপ যেন -
জ্বলে ওঠে সন্ধ্যা নামার সাথে, তার
রহস্যময়ী অধর তলে সহসা,
যেন অসময়ের চাপানো
অশনি সঙ্কেতের
ঝিলিক !
জীবনে ঢেলে যায় স্বপ্নীল রঙের নির্ঝরিণী,
আমি তখন শুধুই এক পরাজিত শলভ
খুঁজি নিজের ঝরে যাওয়া
কাচিক ডানার
অংশ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
pastel-flowers art by hakon-soreide
সে যেতে চায় অন্তর্মনের গভীরে,
যথেষ্ট নয় তার কাছে
চোখের প্রণয় !
সে যেন
প্রান্তবর্তী পিপাসা নিয়ে দেহ ও প্রাণে, ছুঁতে
চায় আবেগী হৃদয়ের স্পন্দন, পূর্ণ
নিবদ্ধের অভিলাষ তখন
স্পষ্ট বোঝা যায়
তার বিহ্বল
আঁখির
কোণে, এক নীলাভ আলোর প্রদীপ যেন -
জ্বলে ওঠে সন্ধ্যা নামার সাথে, তার
রহস্যময়ী অধর তলে সহসা,
যেন অসময়ের চাপানো
অশনি সঙ্কেতের
ঝিলিক !
জীবনে ঢেলে যায় স্বপ্নীল রঙের নির্ঝরিণী,
আমি তখন শুধুই এক পরাজিত শলভ
খুঁজি নিজের ঝরে যাওয়া
কাচিক ডানার
অংশ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
pastel-flowers art by hakon-soreide
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন