বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

যজ্ঞবৃতি - -

তার চোখের পরশে আছে, কি যেন 
অভিমন্ত্রিত পাশ, যতই চাও 
রেহাই, জীবন যায় 
বারংবার 
জড়িয়ে, তার ওই অদৃশ্য শৃঙ্খলের -
মাঝে, এক বিচিত্র বিহ্বলতার 
সাথে, ওঠে নিঃশ্বাসের 
লেখচিত্র, প্রাণ 
তখন 
বিরহী চাতকের নিশীথ ডাক সারা 
রাত জেগে রয়, দেহে মেখে 
চিতাভস্ম ! জোছনার 
ওই ছলনা ভরা 
খেলার 
মাঝে প্রেম যেন করে যেতে চায় - - 
অগ্নি স্নান, ওই অবগাহনের 
আছে নিজের এক বিরল 
সৌন্দর্য্য, এক এমন 
অনুভূতি 
যজ্ঞবৃতি না হলে সেটা বোঝা খুবই 
কঠিন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Janet Whittle

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন