মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অরণ্য নদীর ধারে - -

ওই বিস্মৃত অরণ্য নদীর ধারে, কুয়াশায় 
ঢাকা কোনো এক বিহানে, বুনো 
ফুলের সন্ধানে ! আবার 
আশা করি তুমি 
আসবে,
দেখেও না দেখার ভানে, লিখে যাবে সিক্ত 
বাতাসের গায়ে সুরভিত কবিতা, 
ওই আবছা আলোয় তুমি 
কুহক ভরা আঁচলে 
তুলে রাখবে 
কএক 
বিন্দু তুহিনজল, ওই জল বিন্দুর মাঝে হয় 
ত খুঁজে পাবে, আমার প্রণয়ী হৃদয়ের 
প্রতিফলন,তুমি কি পুনরায় 
ফিরে চাইবে আমার 
নিঃশ্বাসের ছায়া 
তীরে 
প্রজ্বলিত অনন্ত শিখার মাটির প্রদীপ  - - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emerging from mist
MistyMorning

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন