নিঃসন্দেহ, তোমার অভিলাষে আছে আকাশ
পারের সৌন্দর্য্য, এক অদ্ভুত সম্মোহন,
যেখানে মানুষ ত কেবল মানুষ !
এমনকি মহাজাগতিক
আত্মা, নাগাদ
যায়
হারিয়ে আত্মজ্ঞান, কিন্তু কোথাও যেন - - -
তোমার চোখের গভীরতায় এখনো
আছে অস্পষ্ট দৃষ্টি, এখনো
রয়েছে তোমার
ভাবনায়
কিছু
মৃন্ময় শিল্পের ভিজা গন্ধ, তাই এই মুহুর্তে - -
ভালবাসার সিদ্ধান্ত ! আমার প্রতি
সম্ভব নেই, কিছু আর ও
ভরুক গন্ধ
কোষ,
আরও ভিজুক হৃদয় পাপড়ির কুণ্ডলিত জগৎ,
কিছু আরও ভরে উঠুক বুকের গভীরে
শরৎকালীন পরাগ মাখা মুগ্ধতা,
পরিপূর্ণ জোছনায় ভিজে
উঠুক তোমার
মনের
সুপ্ত স্বপনের রঙ্গীন মধুমাস, এখনো তোমার
চোখে লেগে আছে কাঁচা ঘুমের স্পর্শ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
birds of paradise
পারের সৌন্দর্য্য, এক অদ্ভুত সম্মোহন,
যেখানে মানুষ ত কেবল মানুষ !
এমনকি মহাজাগতিক
আত্মা, নাগাদ
যায়
হারিয়ে আত্মজ্ঞান, কিন্তু কোথাও যেন - - -
তোমার চোখের গভীরতায় এখনো
আছে অস্পষ্ট দৃষ্টি, এখনো
রয়েছে তোমার
ভাবনায়
কিছু
মৃন্ময় শিল্পের ভিজা গন্ধ, তাই এই মুহুর্তে - -
ভালবাসার সিদ্ধান্ত ! আমার প্রতি
সম্ভব নেই, কিছু আর ও
ভরুক গন্ধ
কোষ,
আরও ভিজুক হৃদয় পাপড়ির কুণ্ডলিত জগৎ,
কিছু আরও ভরে উঠুক বুকের গভীরে
শরৎকালীন পরাগ মাখা মুগ্ধতা,
পরিপূর্ণ জোছনায় ভিজে
উঠুক তোমার
মনের
সুপ্ত স্বপনের রঙ্গীন মধুমাস, এখনো তোমার
চোখে লেগে আছে কাঁচা ঘুমের স্পর্শ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
birds of paradise
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন