বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

হিমশৈলের ঠিক নিচে - -

এখন আমি নেই কারোর আয়ত্তে, সরে চলেছি 
হিমশৈলের ঠিক নিচে, নীল লহরে, বহু 
দূর অন্য অজানা মহাদ্বীপের দিকে,
যতই ধরে রাখো চোখের 
অগোচর বাঁধনে !
আমি নেই 
আর তোমার নিঃশ্বাসের বাষ্প কণায়, ঠোঁঠের 
ওই কোণাকুণি হাসির রহস্যে, আমি 
এখন বাউণ্ডুলে মেঘের সঙ্গী 
জানি না কোন পথে 
যাব উলঙ্গ 
ঝরে !
তোমার রূপ রঙের নদী গেছে কবে শুকিয়ে - -
তা হয় ত তুমি টের পাও নি, সব কিছুই 
যায় ঝরে শুকায়ে, সময়ের চক্রের 
কাঁটা খুবই নির্মম, তার 
ছোবলে রাজন কি 
জীবক
সবাই সমান, অপর পারে দাঁড়িয়ে রয় নিয়তির 
মানুষ আবছা আলোয়, ধরে হাতে জীবন 
খেয়া, ক্রমশঃ সন্ধ্যার আঁধারে সে 
যায় হারায়ে, প্রতিধ্বনির 
সুর তখন আস্তে 
আস্তে 
বিলুপ্তির পথে, শুধু এক ছায়াবৃত্ত পরিবেশের - -
মাঝে তোমার ভাঙা কন্ঠে ভেসে রয়, 
আমার ডাকনামের বর্ণমালা 
বিখণ্ডিত রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Kelley MacDonald

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন