যথারীতি তার অনুপ্রবেশ, না কোনো পূর্বাভাস,
না কড়া নাড়ার শব্দ, সে যেন অনাহূত
বৃষ্টি, নির্বিচারে যায় ভিজিয়ে
মনের দগ্ধ ভূমি, সময়
অসময়ের বিচার
সে মানে না,
অদৃশ্য
ওই অনুভূতি রেখে যায় জানালার ধারে কিছু -
অরণ্য ফুলের বৃন্ত ! বলে যায় নিঃশব্দ
ভাষায় শুভ রাত্রি, আমি ও
স্বাভাবিকভাবে তার
ওই প্রেম কি
অনুষঙ্গ,
বুকে জড়িয়ে, নিজের শয়ন কক্ষের দিকে যাই -
এগিয়ে ! মধ্য রাতে দেখি সে ক্রমশঃ
ভেসে আসছে চন্দন বনের
গন্ধ মেখে সারা দেহ
ও প্রাণে,আমার
স্পন্দনে
তখন অলৌকিক আবেগের সৃষ্টি, পুরোপুরি - -
আমার অস্তিত্ব সে মুহুর্তে, চেয়ে রয়
তার চোখের অতৃপ্ত পিপাসা !
খুঁজে জীবন অবিরত
বিলুপ্ত শ্রাবণের
ঠিকানা,
আর ক্রমে ক্রমে হয়ে উঠছে অনন্ত অগ্নিশিখা
তার অতৃপ্ত অভিলাষা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by ANDY SMITH
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSbEBQB5L1j2Wm7DuIjnU0A90UeTBDz1eA8hym-2_ClA2on3QeiEpcdng2BlBc4i-_KrWCWjbb8_BBhizgUoIupegD8Kw6dYtU8sYkDvafMmIBWz7ap7nG-vODzOwwhCve5wrVb4FzoUH/s1600/4+12+012.JPG
না কড়া নাড়ার শব্দ, সে যেন অনাহূত
বৃষ্টি, নির্বিচারে যায় ভিজিয়ে
মনের দগ্ধ ভূমি, সময়
অসময়ের বিচার
সে মানে না,
অদৃশ্য
ওই অনুভূতি রেখে যায় জানালার ধারে কিছু -
অরণ্য ফুলের বৃন্ত ! বলে যায় নিঃশব্দ
ভাষায় শুভ রাত্রি, আমি ও
স্বাভাবিকভাবে তার
ওই প্রেম কি
অনুষঙ্গ,
বুকে জড়িয়ে, নিজের শয়ন কক্ষের দিকে যাই -
এগিয়ে ! মধ্য রাতে দেখি সে ক্রমশঃ
ভেসে আসছে চন্দন বনের
গন্ধ মেখে সারা দেহ
ও প্রাণে,আমার
স্পন্দনে
তখন অলৌকিক আবেগের সৃষ্টি, পুরোপুরি - -
আমার অস্তিত্ব সে মুহুর্তে, চেয়ে রয়
তার চোখের অতৃপ্ত পিপাসা !
খুঁজে জীবন অবিরত
বিলুপ্ত শ্রাবণের
ঠিকানা,
আর ক্রমে ক্রমে হয়ে উঠছে অনন্ত অগ্নিশিখা
তার অতৃপ্ত অভিলাষা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by ANDY SMITH
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSbEBQB5L1j2Wm7DuIjnU0A90UeTBDz1eA8hym-2_ClA2on3QeiEpcdng2BlBc4i-_KrWCWjbb8_BBhizgUoIupegD8Kw6dYtU8sYkDvafMmIBWz7ap7nG-vODzOwwhCve5wrVb4FzoUH/s1600/4+12+012.JPG
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন