সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

কিছু অদেখা স্বপনের সম্ভাবনা - -

দিনের শেষ আলোর কড়া নাড়ার শব্দের 
সাথে, আঁধার যখন খুঁজে তোমার 
চোখের ঝলকানি, মনে এক, 
উড়ন্ত হলদে পাখির 
ডানা সহসা 
রেখে 
যেতে চায় কিছু অদেখা স্বপনের সম্ভাবনা,
পাঁচিলের গায়ে জড়ানো ওই নরম 
সোনালী পরশে, জানি না
কি যা আছে, সন্ধ্যা 
নামার আগেই 
রাতের 
ফুলেরা খুলে দিতে চায় অসময়ে পাপড়ির
সুবাস ঘূর্ণি, আবেগের পুষ্পরেণু  
তখন দিশাহারা খুঁজে মরে 
তোমার নিঃশব্দ 
পায়ের 
উৎস বিন্দু, সারা রাত বসে রয় সিক্ত - 
চোখে জানালার ধারে, নিয়ে 
বুকে জোছনার শীত 
দহন একরাশ,
একাকী !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
evening beauty 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন