কাল ও আজের মাঝে কিছুই বদলায় নি,-
ওই সকাল ও সন্ধ্যার সমীকরণ,
যথাবত নিজের জায়গায়
আছে দাঁড়ানো, হয়
ত কিছু স্বপ্ন
তুমিও
বুনেছ একান্ত মনে, হয় ত কিছু অব্যক্ত - -
ভাবনা, আমিও চাই তোমায় বলতে,
মৌন বিনিময়ের এই ক্রমে,
ভালবাসা যেন এক
পলাতক শিশু
খুঁজে -
চলেছে এক স্থায়ী আশ্রয়, অন্ধকার এবং -
আলোর ওই চিরন্তন গ্রাসের খেলায়,
কখনো তুমি পূর্ণিমার চাঁদ,
আর আমি পৃথিবীর
ছায়া, এক
নীরব
দ্বন্দের মাঝে জীবন চক্র ঘুরে চলেছে - -
অবিরাম বেগে, দিন ও রাতের
মাঝে কিছুই পরিবর্তন
ঘটে নি, কেবল
যবনিকার
রংগুলি
অস্থায়ীভাবে গেছে বদলিয়ে, নেপথ্যে - -
এখনো দাঁড়িয়ে রয়েছে আস্থা -
নামক প্রাণী, বুকে নিয়ে
কাচিক ভাবনার
খেলনা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Winter-Morning-oil-painting
ওই সকাল ও সন্ধ্যার সমীকরণ,
যথাবত নিজের জায়গায়
আছে দাঁড়ানো, হয়
ত কিছু স্বপ্ন
তুমিও
বুনেছ একান্ত মনে, হয় ত কিছু অব্যক্ত - -
ভাবনা, আমিও চাই তোমায় বলতে,
মৌন বিনিময়ের এই ক্রমে,
ভালবাসা যেন এক
পলাতক শিশু
খুঁজে -
চলেছে এক স্থায়ী আশ্রয়, অন্ধকার এবং -
আলোর ওই চিরন্তন গ্রাসের খেলায়,
কখনো তুমি পূর্ণিমার চাঁদ,
আর আমি পৃথিবীর
ছায়া, এক
নীরব
দ্বন্দের মাঝে জীবন চক্র ঘুরে চলেছে - -
অবিরাম বেগে, দিন ও রাতের
মাঝে কিছুই পরিবর্তন
ঘটে নি, কেবল
যবনিকার
রংগুলি
অস্থায়ীভাবে গেছে বদলিয়ে, নেপথ্যে - -
এখনো দাঁড়িয়ে রয়েছে আস্থা -
নামক প্রাণী, বুকে নিয়ে
কাচিক ভাবনার
খেলনা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Winter-Morning-oil-painting
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন