মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

অপরিভাষিত পরশের উষ্ণতা - -

নিঃশর্ত ছিল চোখের অনুবন্ধ, অভাবনীয় -
রূপে দেখি তুমি করে গেছ পরিপূর্ণ 
দখল সব কিছু, এখন জীবন 
যেন শীত নিদ্রায় লীন, 
তোমার করতলে 
গুটিয়ে 
চলেছে সকালের নরম রোদ, ওই আবরণের 
আছে লুকিয়ে বহু গোপন মুহূর্ত, কিছু 
অপরিভাষিত পরশের উষ্ণতা, 
কিছু নিঃশ্বাসের বিনিময়,
অন্তহীন আবেগে বহে 
যাওয়ার 
প্রতিশ্রুতি অথবা অভিলাষ, জানি না ঠিক !
এক এমন অনুভূতি যে নিয়ে যায় 
অকল্পনীয় জগতে, যেখানে 
ঝরে তুষার বিন্দু 
বিন্দু জেগে 
রয় - -
জোছনা সারা রাত গায়ে জড়িয়ে প্রণয়ের -
অদ্ভুত উজ্জ্বলতা অবর্ণনীয় !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
foggy-morning-julie-lueders

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন