রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

কিছু ক্ষণ আরও, থামতে যদি - -

বারান্দায়, পড়ন্ত বেলার রোদের সাথে
কিছু জীবনের অস্পৃষ্ট রং থেকে 
যায়, চুন খসা দেয়ালের 
গায়ে, আরাম -
কেদারায় 
বসে
অদৃশ্য ভালবাসা, বুনে যায় স্বপনের - -
মায়াজাল, সন্ধি বেলার শঙ্খ 
ধ্বনির সাথে, অতীতের 
ধূপ মিছে মিছে 
পুড়ে 
রয় অলিন্দের কোনায়, উনুনের রন্ধন 
কবে উঠে গেছে, তবুও জানি না 
কোথায় হতে ধোঁয়া ওঠে 
সাঁঝের আবছা 
আলোয়,
চোখ জ্বলে এমনি এমনি অথবা সদর - -
দরজায় ভুলবশত, কে যেন গেছে 
কড়া নড়িয়ে, অবশ্যই 
কারোর আসার 
কোনো 
সম্ভাবনা নেই দূরদূর, আপনজনের অর্থ 
খুঁজে পুনরায় জীবন, ওই ছেঁড়া 
শব্দকোষে, তখন খুবই 
মূল্যহীন লাগে ওই 
শ্বেত শ্যাম 
অ্যালবামের দুর্বল পাতা, চশমার নম্বর 
গেছে বেড়ে কিংবা সান্ধ্য কুয়াশায়
ডুবে আছে সাঠ দশকের 
কলকাতা, জীবন 
দাঁড়িয়ে রয় 
একাকী,
চারদিকে ক্ষণিক স্থায়িত্ব, ট্রাম বাস, সব 
কিছু যেন তখন, সাবেকি আমলের 
বিরল ধুসররঙ্গী পেন্টিং !
কোন এক গলির 
মোড়ে 
জীবন খুঁজে উধাত্ত শৈশব, আর প্রেমের 
সদ্য অঙ্কুরিত কচি পাতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
art by lauraispoli

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন