সোমবার, ১৭ মার্চ, ২০১৪

অনি:শেষ অঙ্কনের রূপে - -

কিছু স্বরলিপি যথারীতি বুকে বেঁধে 
রাখে নীরব সঙ্গীত, নির্বাক 
সুরে গেয়ে থাকে মৌন 
প্রণয়ের গান !
কিছু রঙ 
অনন্তকালীন লেগে রয় অন্তর্তমের 
পৃষ্ঠতলে গহন ভাবে, কালের 
পরিবর্তনেও তার রূপ 
থাকে যথারীতি 
গভীরতম,
মৌসুম আসে যায় স্বাভাবিক ভাবে,
ফুল ফুটে, গন্ধ বহে, আনন্দ 
ছড়ায় চার দিকে, 
আবার পাতা 
ঝরার 
বেলায় একের পর এক যায়  ঝরে, 
ওই প্রকৃত সত্যের আছে এক 
নিজস্ব আকর্ষণ, কিছু 
প্রণয়ের অনুবন্ধ 
চিরকালই 
থাকে 
অলঙ্ঘনীয়, পলকা হৃদয়ের উপরে 
রয়ে যায় অনি:শেষ অঙ্কনের 
রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
yellow rose

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন