সোমবার, ২৪ মার্চ, ২০১৪

তোমার ওই ভাললাগা - -

ঠিক, শৈশবের কোনো এক দীর্ঘ যাত্রার 
স্মৃতি, ট্রেন জানালার ধারে বসে 
থাকার খুশি, কিংবা তার
ওই কাঁচা প্রেমের
মাটি ভেজা - 
গন্ধ !
জীবন আবার খুঁজে, অলস উষ্ণকালের
বিকেল বেলা, অলিন্দের গায়ে 
কনুই রেখে, সান্ধ্য বৃষ্টির 
ছিঁটে ফোঁটা, মনের 
কোনো এক 
অঞ্চলে 
এখনো রয়েছে চির সজলতা, জানি না 
তোমার মনে পড়ে কী না, ওই 
লেবু ফুলের গন্ধে মাখা 
অনুভূতি, ভুল 
বানানে 
ভরা প্রেমের চিরকুট কিংবা তথাকথিত
প্রথম প্রেম পত্র, দেয়ালের গায়ে 
রঙ্গীন পেন্সিলে, লুকিয়ে 
আঁকা কিছু স্বপ্ন 
কিংবা 
বিমূর্ত শিল্প, এখনো বুঝতে ইচ্ছে করে 
তোমার ওই ভাললাগা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন