শনিবার, ২২ মার্চ, ২০১৪

অকস্মাৎ অভিঘাত - -

কোথায় সম্ভব সব কিছু মনের অনুরূপ 
খুঁজে পাওয়া, পরিপূর্ণ মানুষ শুধুই 
বইর কাহিনী, বাস্তবিকতার 
প্রতিফলনে তোমার
আমার ছবি 
কেবল 
এক নগ্ন সত্য, আসলে নেপথ্যে সবাই -  
মুনাফেকীরে লিপ্ত, মঞ্চের উপরে 
করে যাই মুখোশ পরে,
ভালো মানুষের 
নিখুঁত 
অভিনয়, যবনিকা পড়লেই আঁধারের 
ওই চির পরচিত বন্য খেলার 
আরভমাণ, তাদের 
দাবির মাঝে 
রয়েছে 
অদৃশ্য দাবার রণকৌশল, একটু পলকা 
পৃষ্ঠতলের সন্ধান, তার পরেই 
অকস্মাৎ অভিঘাত !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
red rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iGffXg5IniCubny73FGEG0DBgv2lO1PrCBnKzdeeQQfCMLArPyQfnoK_Ene1-CocYuT3_-IEoH7RDiWyd9ek5gOob5Pn_q8T0f17RvIOD1NaxbxXEt_TjP1ABs4juZbN5MiKG6Z2pmw/s1600/Red+rose+study+2.JPG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন