অতিসরল ভাবে আরশির প্রতিফলন
বুঝিয়ে গেছে পুনরায় একবার,
উদলা দেহের বাস্তবিকতা,
তাই বিষণ্ণ মনে,
জীবন খুঁজে
চলেছে,
মেঝের উপরে ছড়ানো ছদ্ম পরিধান,
আর প্রমাণের প্রয়োজন নাই,
এখান থেকে আত্ম -
সংশোধনের
পথ যায়
মুড়ে, এখন এই সন্ধিক্ষণে দর্শনের - -
পাতায় নিজেকে লুকিয়ে রাখা
সহজ নয়, সমস্ত হিসেব
নিকেশ আগেই
লিপিবদ্ধ,
শুন্য দেউলের সোপানে, পা রাখতে -
গিয়ে দেখি, মুখ্যদ্বারে দাঁড়ানো
পুরোহিত বলে - ঠাকুর
এখন তন্দ্রাগত,
যদি সম্ভব,
ব্রহ্ম মুহুর্তে এক বার এসো, হয় ' ত
খুঁজে পাবে হারানো পরিচয়পত্র,
আমি অবাক চেয়ে থাকি
তার গুরু গম্ভীর
চেহারা,
খুঁজে পাই হারানো মুখোশের ছায়া - -
তার অর্ধ উলঙ্গ দেহের
আশেপাশে স্পষ্ট
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by georgia p
বুঝিয়ে গেছে পুনরায় একবার,
উদলা দেহের বাস্তবিকতা,
তাই বিষণ্ণ মনে,
জীবন খুঁজে
চলেছে,
মেঝের উপরে ছড়ানো ছদ্ম পরিধান,
আর প্রমাণের প্রয়োজন নাই,
এখান থেকে আত্ম -
সংশোধনের
পথ যায়
মুড়ে, এখন এই সন্ধিক্ষণে দর্শনের - -
পাতায় নিজেকে লুকিয়ে রাখা
সহজ নয়, সমস্ত হিসেব
নিকেশ আগেই
লিপিবদ্ধ,
শুন্য দেউলের সোপানে, পা রাখতে -
গিয়ে দেখি, মুখ্যদ্বারে দাঁড়ানো
পুরোহিত বলে - ঠাকুর
এখন তন্দ্রাগত,
যদি সম্ভব,
ব্রহ্ম মুহুর্তে এক বার এসো, হয় ' ত
খুঁজে পাবে হারানো পরিচয়পত্র,
আমি অবাক চেয়ে থাকি
তার গুরু গম্ভীর
চেহারা,
খুঁজে পাই হারানো মুখোশের ছায়া - -
তার অর্ধ উলঙ্গ দেহের
আশেপাশে স্পষ্ট
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by georgia p
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন