শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

দ্বৈত বিষণ্নতার বাইরে - -

পারস্পরিক সমীকরণের বাইরেও আছে, 
কিছু চেনা অচেনা জীবন্ত জ্যামিতি,
কোনো এক সন্ধ্যার ঝাপসা 
আলোয়, যদি সম্ভব
খুঁজে দেখো 
সজল 
চোখের গভীরতা, আমার অভিলাষের -
পরিধি, কেন এত উন্মুক্ত প্রায়ই
ভাবে মন, কোনো এক 
মুহুর্তে যদি সম্ভব 
বুঝে দেখো
ব্যথিত 
হৃদয়ের মৌন কবিতা, তোমার প্রেমের 
পরিণতি কিছুও হতে পারে, 
বিরহের দুঃখ শুধুই 
নয় অন্তিম 
ব্যথা !
দ্বৈত বিষণ্নতার বাইরে ও আছে কত - - 
যে অদেখা সিক্ত স্পর্শানুভূতি, 
যদি সম্ভব কোনো এক 
দিন সংকুচিত 
বৃত্তের 
বাইরে এসে দেখো জীবনের বিভিন্নতা,

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Mary Aslin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন