শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

অদৃশ্য পথে - -

আরশি ছিল যথারীতি গভীর নীরব -
অভিযোগের কারণ কিছুই নেই,
অনেক সময় জীবনে 
এই ভাবেই ঘটে, 
তথাকথিত 
আপন জন মুখোমুখি দাঁড়িয়ে বুঝিয়ে 
দিতে চায় অজ্ঞতার পরিভাষা,
এক অদৃশ্য দূরত্ব রেখা 
টেনে যায় খুবই 
সহজ ও 
হাসি মুখে, অনেক দিন অব্দি জীবন -
খুঁজে পায় না ওই উপেক্ষার 
কারণ, আস্তে আস্তে
ভুলে যেতে 
চায় অনায়াসে অতীতের সব ইতিবৃত্ত, 
তা ছাড়া উপায় হাতে, কি বা 
থাকে, এক মুঠো স্বপ্ন কে 
যেন দিয়ে গেছে 
রাত্রি শেষে,
ভোরের ক্ষীণ আলোয়, বন্ধ করতল -
খুলতেই উড়ে গেছে সমস্ত সুখদ 
অনুভূতি, নিখোঁজ রাতের 
জোনাকির সাথে,
অদৃশ্য পথে, 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Oil paintings by Brenda Ferguson

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন