উন্মুক্ত আতরদানি হয়'ত ছিল তার
ভালবাসা, অদৃশ্য ভাবে হলো
বাষ্পিত ! খুঁজেছি তাকে
জানালার ধারে,
ড্রেসিং
টেবিলের দেরাজে, সিক্ত ভাবনার -
ভাঁজে, চোখের কোণে, গহন
অন্তর্মনে, বালিশের
কশিদায়,
জোছনা ভরা বারান্দায়, আরশির -
ভাঙা প্রতিফলনে, খুঁজেছি
তাকে মনের গভীরে,
মণি হারানো
দামী
আংটির খাঁচায়, বুকের অতলে - -
নিজের প্রতিচ্ছায়ার মাঝে,
কিন্তু সে চিরদিনই
উধাও,অধরা
লুকিয়ে
রয় জানি না কোথায়, অগোচর - -
থেকেও ভরে যায় জীবনের
শুন্যতা অদ্ভুত ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Janet Kruskamp's Paintings
ভালবাসা, অদৃশ্য ভাবে হলো
বাষ্পিত ! খুঁজেছি তাকে
জানালার ধারে,
ড্রেসিং
টেবিলের দেরাজে, সিক্ত ভাবনার -
ভাঁজে, চোখের কোণে, গহন
অন্তর্মনে, বালিশের
কশিদায়,
জোছনা ভরা বারান্দায়, আরশির -
ভাঙা প্রতিফলনে, খুঁজেছি
তাকে মনের গভীরে,
মণি হারানো
দামী
আংটির খাঁচায়, বুকের অতলে - -
নিজের প্রতিচ্ছায়ার মাঝে,
কিন্তু সে চিরদিনই
উধাও,অধরা
লুকিয়ে
রয় জানি না কোথায়, অগোচর - -
থেকেও ভরে যায় জীবনের
শুন্যতা অদ্ভুত ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Janet Kruskamp's Paintings
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন