সে নিয়ে যেতে চায় প্রায়ই, জানি না
কোন সাগর সঙ্গমে, কিংবা
অথৈ অর্ণব তলে !
তার ওই
গভীর চোখের আবাহনে আছে, এক
অদ্ভুত মোহের সুপ্ত তরঙ,
ভাসিয়ে নিয়ে যেতে
চায় চেতনার
সমস্ত
নোঙর, তীর ভূমির খুঁটি নিরুপায় -
চেয়ে রয় তার এই জোর
দখল, বহে যায়
সব কিছু,
মান অভিমান, আপন পর, পৃথিবী -
আকাশ, আলো আঁধার,
প্রেম ঘৃণা, রঙ -
রূপ, তার
অদৃশ্য পরশে যায় হারিয়ে মনের - -
সম্পূর্ণ মলিনতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Linn Miller
কোন সাগর সঙ্গমে, কিংবা
অথৈ অর্ণব তলে !
তার ওই
গভীর চোখের আবাহনে আছে, এক
অদ্ভুত মোহের সুপ্ত তরঙ,
ভাসিয়ে নিয়ে যেতে
চায় চেতনার
সমস্ত
নোঙর, তীর ভূমির খুঁটি নিরুপায় -
চেয়ে রয় তার এই জোর
দখল, বহে যায়
সব কিছু,
মান অভিমান, আপন পর, পৃথিবী -
আকাশ, আলো আঁধার,
প্রেম ঘৃণা, রঙ -
রূপ, তার
অদৃশ্য পরশে যায় হারিয়ে মনের - -
সম্পূর্ণ মলিনতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Linn Miller
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন