সোমবার, ১২ মে, ২০১৪

মায়ার বন্ধন - -

আকাশের রঙ চিরদিনই অস্থির, 
মৌসুমী হাওয়ার সাথে 
যায় বদলিয়ে,
কখনো 
সপ্ত রঙে একাকার কখনো জ্বলে 
আপন জগতে পাংশুবর্ণে !
তাই সময়ের সঙ্গে 
আবিষ্ট করে 
গেছি, 
তার বিম্বিত রূপ, বুকের মাঝে !
অন্ধকার পথে একাকী 
হাঁটা ছাড়া কোনো 
উপায় ছিল 
না -
তাই হেঁটেছি বহু বার, অপহৃত -
হয়েছি বারংবার, আলোর 
জগতে দেখি সমস্ত 
লুন্ঠনকারী 
চেহারা 
খুবই কাছের মানুষ, অভিযোগ -
করা মুশকিল, পুনরায় 
মৌন ব্রত নিয়ে 
বসে রই 
তাহাদের সম্মুখীন অজ্ঞাতসারে,
সহজ কোথায় মায়ার 
বন্ধন ভেঙ্গে 
ফেলা,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract beauty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন