ওই মোড়, কিন্তু অন্তিম মিলন বিন্দু
কোনো ভাবেই ছিল না, যেখান
থেকে সে জানালো মৌন
বিদায়, বরঞ্চ
জীবন
শিখেছে সেখান থেকেই জীবনযাত্রার
শিল্প, তার নজরে বাস্তবিক
প্রেমের সংজ্ঞা কিছুই
হতে পারে
কিন্তু
আমার বুকের অদৃশ্য ছায়া হতে সে -
মুক্ত হতে পারবে কি, প্রশ্নচিহ্ন
টা রইলো তার সাথে,
কৃষ্ণ চূড়ার
শাখায়
ধরেছিল আবেগের আগুন, অনাহূত -
বৃষ্টির সঙ্গে গেছে নিভে, মাটির
উপরে লুটিয়ে রইলো
কিছু স্মৃতির
ছাই !
পল্লব বিহীন গাছের আয়ু যায় নি - -
ফুরিয়ে, ঝরা ফুলের মাঝেই
ছিল পূনর্জীবনের
সম্ভাবনা,
মধুমাস ফিরবে ঠিক সঠিক সময়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Maddy Swan
কোনো ভাবেই ছিল না, যেখান
থেকে সে জানালো মৌন
বিদায়, বরঞ্চ
জীবন
শিখেছে সেখান থেকেই জীবনযাত্রার
শিল্প, তার নজরে বাস্তবিক
প্রেমের সংজ্ঞা কিছুই
হতে পারে
কিন্তু
আমার বুকের অদৃশ্য ছায়া হতে সে -
মুক্ত হতে পারবে কি, প্রশ্নচিহ্ন
টা রইলো তার সাথে,
কৃষ্ণ চূড়ার
শাখায়
ধরেছিল আবেগের আগুন, অনাহূত -
বৃষ্টির সঙ্গে গেছে নিভে, মাটির
উপরে লুটিয়ে রইলো
কিছু স্মৃতির
ছাই !
পল্লব বিহীন গাছের আয়ু যায় নি - -
ফুরিয়ে, ঝরা ফুলের মাঝেই
ছিল পূনর্জীবনের
সম্ভাবনা,
মধুমাস ফিরবে ঠিক সঠিক সময়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Maddy Swan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন