অনেক দূর হেঁটে যাওয়ার পরে যখন
পৌঁছলাম অরণ্য নদীর তীরে,
দেখি বালুর এক মহা
রেখা নিস্তব্ধ
পড়ে
আছে দুই ধুসর পাহাড়ের মাঝ খানে,
বুকে নিয়ে সরীসৃপের কিছু
আঁকা বাঁকা দাগ,
আর অসমাপ্ত
প্রতীক্ষা -
পুনরায় প্লাবন, তখন প্রতিবিম্ব যেন
নিরুত্তর, আমি খুঁজে চলেছি
নিজের ভেতরে এক
বিন্দু জল, ওই
তৃষা -
বৃত্তের পরিধি তখন মরুভূমি, করে
যায় মৌন অট্টহাস, জীবন
যেন এমন সময়ে খুবই
অসহায়, চেয়ে
রয়
নির্বাক আকাশের মুখে, নদী তখন -
আমার খুব আপন জন, হয়'
ত অসময়ে গেছে
শুকিয়ে
নইলে ভিজিয়ে যেত আমার অন্তর্মন,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
abstract moon
পৌঁছলাম অরণ্য নদীর তীরে,
দেখি বালুর এক মহা
রেখা নিস্তব্ধ
পড়ে
আছে দুই ধুসর পাহাড়ের মাঝ খানে,
বুকে নিয়ে সরীসৃপের কিছু
আঁকা বাঁকা দাগ,
আর অসমাপ্ত
প্রতীক্ষা -
পুনরায় প্লাবন, তখন প্রতিবিম্ব যেন
নিরুত্তর, আমি খুঁজে চলেছি
নিজের ভেতরে এক
বিন্দু জল, ওই
তৃষা -
বৃত্তের পরিধি তখন মরুভূমি, করে
যায় মৌন অট্টহাস, জীবন
যেন এমন সময়ে খুবই
অসহায়, চেয়ে
রয়
নির্বাক আকাশের মুখে, নদী তখন -
আমার খুব আপন জন, হয়'
ত অসময়ে গেছে
শুকিয়ে
নইলে ভিজিয়ে যেত আমার অন্তর্মন,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
abstract moon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন