জীবন যখন কৌতুকাভিনেতা
তার প্রেম ছিল, কোথায়
যেন ভিড়ের মাঝে
বৃন্দ হাসির
সুরে,
বহে যাওয়া স্বরলিপি, চোখের
অশ্রু জলেও সে দেখেছে
হাস্য প্রহসন,
সুতরাং
উন্মুক্ত কান্নার জন্য মন খুঁজে
এমন সময়ে অঝর বর্ষণ,
জীবন যখন অন্যের
জন্য বিকল্পের
সাধন,
আপন ব্যথা তখন মূল্যহীন -
নিজেকে পুরোপুরি
ভুলিয়ে দিতে
চায়
এমন মুহুর্তে পাগল মন, সজল
চোখে জীবন হয় ওঠে
বহুরুপী মানুষ,
মুখোশের
নেপথ্যে একাকী করে ক্রন্দন,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
beauty in naivety
তার প্রেম ছিল, কোথায়
যেন ভিড়ের মাঝে
বৃন্দ হাসির
সুরে,
বহে যাওয়া স্বরলিপি, চোখের
অশ্রু জলেও সে দেখেছে
হাস্য প্রহসন,
সুতরাং
উন্মুক্ত কান্নার জন্য মন খুঁজে
এমন সময়ে অঝর বর্ষণ,
জীবন যখন অন্যের
জন্য বিকল্পের
সাধন,
আপন ব্যথা তখন মূল্যহীন -
নিজেকে পুরোপুরি
ভুলিয়ে দিতে
চায়
এমন মুহুর্তে পাগল মন, সজল
চোখে জীবন হয় ওঠে
বহুরুপী মানুষ,
মুখোশের
নেপথ্যে একাকী করে ক্রন্দন,
* *
- শান্তনু সান্যাল
beauty in naivety
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন