সোমবার, ২৭ মার্চ, ২০২৩

শূন্যতার মাঝে কলরব - -

অন্ধকারের অপর পারে এখনো রয়েছে
কিছু অর্ধ - জ্বলন্ত অনুভূতি, হাড় -
মাংসের সাথে সব কিছু কী
শেষ হয়। তোমার ওই
পরিপূর্ণ পাওয়ার
অভিলাষ,
আর
আমার সম্পূর্ণ না দেওয়ার ব্যর্থতা, যেন
কুন্ঠিত করে যায় এই সংক্ষিপ্ত জীবন,
তবুও জানি না কেন, জীবন
দিতে চায় অনেক কিছু,
কিন্তু তোমার ওই
হৃদয়ের উষ্ণ -
ভূমি,
সহজে ধরে রাখতে পারবে কী, আমার - -
চোখের অন্তহীন প্রবাহের বৃষ্টি।বলা
মুশকিল, অনেক পথের কাহিনী,
চিরকাল থাকে, যথারীতি -
মৃগতৃষ্ণার দ্বন্দ্বে হারানো
জল বিন্দুর পৃথিবী !
শূন্যতার মাঝে
কলরব !

* *
- শান্তনু সান্যাল 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন