অলস পড়ন্ত বেলায় শীতের শিহরন সহজে
বেড়ে যায়, মধুর স্মৃতির ফুল ফোটানো শাল
গায়ে দিতে গিয়ে, ভালবাসা যেন ধুসর হারানো
পুরাতন এলবাম রঙ্গ বিহীন,আবছা- আবছা
বয়েসের ছাপ স্পষ্ট বোঝা যায় প্রণয়ের পৃষ্ঠে,
অকস্মাত বুকের ভিতরে কম্পন বেড়ে যায়
হাত দিতে যেন ভয়, যদি ছিড়ে যায় অযত্নে,
সাঁঝ নামতে না, নামতে ভগ্ন মন্দিরে জানি না
কোন অপরিচিতা প্রদীপ জ্বালিয়ে নিমিষে
সরে যায়ে রঙ্গিন মেঘের আড়ালে---
নিশীথের দাপাদাপি, মধ্যরাত্রি বিনিদ্র চোখে
পুষ্পিত শালের সব কুসুম ঝরে, বুকে আবরণ
আর দরকার হয় না,প্রেমের লেপে হারিয়ে যেতে
ভালই লাগে //
---শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন