পিকাসোর সেই একাকী গিটারিস্ট
নিরব ননের গভীরতায় মোনালিসার
হাসির রহস্য নিয়ে আত্মমন্থন করে যায়,
শেষ প্রহরে মাইকেল এঞ্জেলোর তুলিকা
সহসা জেগে ওঠে কাচা ঘুমের শিশুর
ব্যথাভরা রোদনে, যিশুর দুই সুপ্ত চোখে
অশ্রু, বিন্দু বিন্দু ঝরে যায় সারা রাত
দেখি নিস্তব্ধ রাজপথে সারি সারি
মরিয়মদের হাতে মিট মিট মোমবাতি,
মৌন মিছিল হেঠে চলেছে অদৃশ্য দিগন্তে
এলোমেলো বৃদ্ধা,পঙ্গু,রুগী, জর্জরিত মুখ,
সকাল এখন বহুদূর কোন মরুপ্রান্তে
রাস্তার দুই ধারে রোমনযুগীন অর্ধ উলঙ্গ পুরুষ
অবাক চেয়ে রয়েছে,
কোন দেশের যাত্রী, কী যা চায়-
---শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন