নিস্তব্ধ যামিনী, পিকাসোর একাকী গিটারিস্ট
মনের নিরবে আত্মমন্থন করে যায়
মোনালিসার হাসি ঝরে কোন-
সেউলি বনে, মাইকেল এঞ্জেলোর তুলিকা
কাচা ঘুম ভাঙ্গা শিশুর রোদনে, কিছু অর্থ
খুঁজে বেড়ায়, যিশুর সুপ্ত পলকে শিশির কনা
বিন্দু বিন্দু ঝরে যায়
সারি সারি সহস্ত্র মরিয়ম, হাতে মোমবাতি
ঝির ঝির আলোয় কোথায় যেন
মৌন মিছিল হেটে চলেছে-
এলোমেলো রূপে বৃদ্ধা,রুগী, পঙ্গু, জর্জরিতমুখ
সকাল এখন বহু দূর মরু প্রান্তে
রাজপথের দুই ধারে অর্ধ উলঙ্গ পুরুষ বৃন্দ
অবাক চেয়ে রয়েছে
পূর্ব আকাশ শ্যাম রক্তিম
চিরকুট মেঘের দল ছড়ানো চার দিগে //
---শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন