পরিপূর্ণ প্রেমের প্রত্যাশা,আত্ম বিশোধন -
অপ্রত্যাশিত আর্বিভাব, জীবনে স্বপ্নোদয়
অগাধ বৃষ্টির মেঘ, করে মন অঙ্গীকার -
আবৃত সম্পূর্ণ মরু ভূমি, আবেগ ঝরাতুর
স্বভাঙন চায় হৃদয়, বহু অংশে সম্বলিত, ভরিতে
প্রত্যেক জীবনের শুন্যতা, অঙ্গীভূত তুমি ও !
পক্ষপাত বিহীন, নীতিবোধের আদ্রভূমি
মুক্তিদান চাহে মন, উন্মুক্ত বিহগের সম যাত্রি
উপগ্রহের সৌন্দর্য্য, সম্মোহিত দেহ প্রাণ
পুষ্পের কুহক আমার অন্তর্মন, সমুদ্র
নদী, উপত্যকা যেন চুম্বকীয় ধুর্ব, শুধুই ডেকে
যায়, কর মম পার্থিব রূপ, আসক্তি মুক্ত
পূর্ণ মুক্তি চায় হৃদয়, দাও প্রিয়ে মুক্তিদান !
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন