রবিবার, ১০ এপ্রিল, ২০১১


অসমাপ্ত ইচ্ছা 

অসীম প্রণয়ের আহুতি
বেগবান প্রবাহিত 
আকাশিয় জলরাশি 
ধায়িত জন্ম জন্মানন্তরে 
অদম্য দাবাগ্নি অবিরাম 
মরু, সাগর, নদী, পাহাড়, 
 উপত্যকা অপার 
হইতে ফিরে
ফিরে আসে জীবনের 
অন্তবিহীন 
প্রতিধ্বনি নিসর্গ ভরে যায়
দিবস রজনী 
চিরকাল রং, রূপ, গন্ধের 
মাধুরী, চন্দ্র সূর্য্য 
ঢেলে রয় উষ্মা অশেষ 
মনের সেই বন্য মাদকতা 
খুঁজে সমর্পনের আদ্র ভূমি 
মহাকায় তরু শাখা উর্ধ্বকার 
ছুঁয়ে মেঘের সীমানা 
প্রাণ বায়ুর ইতস্তত ছাড়িয়ে
 দেওয়া স্বপ্নের বীজ
ঘুমিয়ে পড়ে সুকনো পল্লবের 
আঁধারে, সকালের 
প্রথম আলোয় 
ভাঙে কিশলয়ের তন্দ্রা 
অঙ্কুরিত প্রণয়শিশু জড়াতে চায় 
উচ্চতম সবুজ শামিয়ানা
কান্ডের রুক্ষ দেহে 
উঠে আসে 
জীবন সোপান, কোমল 
লতিকা
জীর্ণ শীর্ণ ঝরিত 
পাতার মধ্যেও  
ঠিক খুঁজে নেয় কান্ডের 
 উত্পত্তি!
আত্মসাত করে সূর্যের 
প্রথম কিরণ, অসমাপ্ত কামনা 
অম্বর মুখী অগ্রসর যাত্রা -----
---- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন