রবিবার, ১০ এপ্রিল, ২০১১

অনন্ত পথে ----


অন্তিম নিমজ্জন
থাম কিছু ক্ষণ
আবেগের বান
ভাঙুক ---
চোখের আলো
চুষে নিক গহ্বর
আন্ধারের আবেশ
বাড়ুক ---
অন্তর্মনের কৃষ্ণকলি
ফুটুক পূর্ণ ভাবে
বিন্দু বিন্দু ঝরুক
ঘনীভূত নিঃশ্বাস
হৃদয়ের জুয়ার উঠুক
ছুঁয়ে যাক তৃষিত
মরু নীলিমা ----
চাঁদ ডুবুক নিজের
মনে বক্ষের ঝিলে
নেমে আসুক মেঘের
উদ্দীপনা তড়িত বেয়ে
বহিয়া যাক শ্রাবণ
আমার দেহ হইতে
তোমার আত্মার কোষে
ঘটে যাক প্রলয়ের তান্ডব
এই নিশীথে জ্বলুক
চন্দন বন ভরে যাক
জীবনে অশেষ সৌরভ
বিহান থেমে থাকুক
ক্ষিতিজের কোণে ----
ধরে রাখো মেরুদন্ডের
অনল মণিরেখা
প্লাবিত হোক পৃথিবী
ডুবে যাক চন্দ্র সূর্য্য
দেউলের চূড়া উচ্চ গুম্বদ
ভাসুক জলে বিশ্বের
দর্শন, মহা শাস্ত্র খানি
জড়িয়ে বুকে যাব তবু
সুরসরি পার হয়ে
স্বর্গের অপার প্রণয়ের
অন্তঃপুরে দুজনে ----
---- শান্তনু সান্যাল 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন