বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১


মিমাংসার পথে 

কল্পনার তুলিতে আঁকা সব ছবি 
সে সুন্দর হবে জরুরি নয় 
অনেক সময়ে অসুন্দরের মাঝে 
মৌলিক মাধুর্য্য থাকে লুকিয়ে,
ভালবাসার অনুভূতি বড়ই গভীর 
পেঁচানো, ঘুর্নিজলে ঘুরে অদৃশ্য 
অনুরাগের অণু পরমাণু অহর্নিশ ,
নক্তের নীল সমুদ্রে উঠে 
ভাবনার অসংখ্য আবেশিত তরঙ্গ,
কিছু বিলীনতার মুখে কিছু 
হাঁপিয়ে খুঁজে সৈকতের তপ্ত বালুচর,
বিশাল তটভূমি, কিছু করে 
সন্ধিযুক্ত যাপন , পাষাণী সমর্পণ -
অবাঞ্ছিত গ্রহণ, জলীয় উদ্ভিদ, শৈবাল,
জীবনের পার্শ্বে গত ছিল এক দিন 
উর্বর জলাভূমি, জলমগ্ন কমল বৃন্তজাল,
রঙ্গীন আকাশের প্রতিবিম্ব, অরণ্য 
ছায়া, গিরি শৃঙ্খলা, বন্য পিপাসা, সাঁঝের 
তাগিদ, নিঃশ্বাসের কুহেলি, মহুয়া গন্ধ  
সেই রহস্য রোমাঞ্চের জগতে নীম ও ছিল 
হাতের কাছে, আঁধারের প্রস্তরে 
জোছনার  লেপন ছিল অনুগ্র, হালকা -
নিশিগন্ধার শুভ্রতার মাঝে ভেসে উঠেছিল 
লালিমার অংশ,অনিচ্ছায় অনেক 
সময় মন ছুঁয়ে যায় পুরাতন ঘায়ের দাগ,
তিতা গন্ধ লাগে বড়ই নিরীহ, কাছের 
মানুষ, জীবনের স্বাদ গ্রন্থী গুছিয়ে নিতে 
চায় সংবেদনা, নিজের মতন বাঁচতে  চাওয়া,
দুঃস্বপ্ন, দুর্বলতা, কুরুপতায় ঢালে 
যবনিকা, অন্তর্মনের শিল্পী জেগে রয় সারা 
রাত, চেয়ে থাকে বিকৃত মুখের 
অভিব্যক্তি, নৈসর্গিক  বুকে  খুঁজে 
জীবনের সৌন্দর্য্য, রঙও রূপ বিহীন 
প্রতিমার  পরশ, নিরাকার আলিঙ্গন !
মন্ত্র মুগ্ধতা, আত্মতুষ্টির পথ -
বাস্তবিকতার বিরুদ্ধে যাওয়া 
এত সহজ নয়, স্বীকারোক্তির সুরে 
জীবন করে প্রতি পদে আপস  মিমাংসা,

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন