শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১


ঝুলন্ত স্বপ্নিল শিকড় 

প্রহসনের উপসংহার, হাসির ডেউ ভাসিয়ে

নিয়ে গেছে সুদূরে, মনের অধঃক্ষেপিত মাটি !

ভাঁড়ের নৌকা ডুবলো যখন তীরে,চারদিকে

ছিল শুন্যতা, বৃষ্টি কি অশ্রু ঝরেছে বলা -

মুশকিল,ঝুলন্ত বট শিকড় ছাড়া সেখানে ছিল 

না কিছুই, ঘাটে এখন চির নিরবতা, শান্তি !

জীবনের সেই উচু নিচু সংকীর্ণ পথে, সাঁঝ 

নামে অহরহ, দিয়ে স্বপ্নের খেলনা, ফিরে যায় 

আম্র্কুঞ্জের পথে, বাঁসবন ডিঙিয়ে জোনাকির 

দেশে, অজানা আঁধারের সেই ভিটায়, হয় ত 

রাতজাগা পাখিরা নীড় বাঁধে, কোরাসে গান 

ধরে, প্রেমের খেলা করে, চন্দ্রোদয়ের আগে, 

রঙ্গভূমির আলো নিভে চলেছে ক্রমশঃ, ক্লান্ত 

মুখে তুমি চেয়ে আছ আমার দিকে, আবেশহীন

চোখের  রঙিন কাচ, ভাঙতে চায় না কোনই 

ভাবে, ব্যথিত হৃদয়ে তোমার পূর্ণ সমর্পণ, রাখে

বাঁচিয়ে জীবনের প্রহসন, মিথ্যা কৌতুক, 

মধুর বিহানের  আশা, আমি হাত বাড়িয়ে ছুঁতে 

চাই ঝুলন্ত স্বপ্নের উদ্ভাসিত শিকড়, পল্লব, শাখা !

-- শান্তনু সান্যাল


   http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন