হতে পারে মনের গভীরে নামা দুঃসাধ্য প্রক্রিয়া,
তাই রেখে আসে রোজ সকাল কিছু সদ্য
কুসুমিত মৌসুমী ফুলের অনুভূতি,
তার বন্ধ দ্বারের মুখে, ঠিক
সিঁড়ির কাছে বসে রয়
হৃদয়, ভাঙা স্বপ্ন
নিয়ে কৌতুহল
প্রাণে চেয়ে থাকে একদৃষ্ট দরজার দিকে, হালকা -
শব্দে যেন জীবন খুঁজে পায় বাযুরন্ধ্রের
রহস্যময় আলো, ফিরে আসে
জীবন জন অরণ্যের
মাঝে, হেঁটে যায়
নিজের মনে,
সম্ভব
নয় ভালবাসা নিয়ে, চির দিন ওই ভাবে ক্ষতিগ্রস্ত
সোপানে বসে থাকা, কখন যে শুনবে সে
মৌন শব্দের কড়া নাড়া বলা মুশকিল,
হয় ত সে এখন পড়ে চলেছে
খবরের কাগজ, কিংবা
লিখছে কবিতার
উপসংহার !
হতে পারে সে দেখছে এখন অলিন্দ থেকে ভিড়ে !
আহত স্বপ্নের মিছিল এগিয়ে চলেছে বহু
দুরে, জীবন নিয়ে বগলে খঁজের
যষ্টি করে সন্ধান যেখানে
দুই বেলার বেঁচে
থাকার যুদ্ধ,
সকাল ও ফিরে গেছে অপরাহ্ন ডিঙিয়ে সুদুর সাঁঝের
কোলে - - -
কোলে - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন