উড়ন্ত হাসি
মাঝে জলাভূমির টলমলানি, জীবনের ওই
অযথা ব্যথা বেদন যায় নিমেষে উড়ে,
অবাক তখন চেয়ে রয় নাগ -
ফণীর ঝোপ, আকাশ
চায় দেখতে
নিজের
প্রতিবিম্ব, সরিয়ে দিতে চায় হয় ত শ্বেত -
মেঘের হালকা স্তর, নীলাভ বুকে
সাজিয়ে চলে বিগত রাতের
স্বপ্নময় আবদার, তার
চোখের পরশে
এখনো
জেগে আছে কিছু জোনাকির আলো, মন
তখন ডানপিটে শিশু দৌড়িয়ে যায়,
কাঁটাভরা পথে খালি পায়ে
ধরতে ভালবাসার
রঙিন গোয়াল -
পোকা,
নীহার ভিজা বন্য প্রসুন ঝরে তখন যেন
আপনমনে, তার হাসি এখন গজিয়ে
পারদর্শী ঝলমলে ডানা সহসা
উধাত্ত, সকালের কচি
রোদে উড়ে চলেছে
প্রবাসী কাচিক
প্রজাপতির ঝাঁক, কোন সুদুর বর্ষা বনে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন