পুনরায় চাই - - -
কোকিলের কুহুক, অনাম বন্য
কুসুমের গন্ধ, কিছু নীল
আলোর দপদপানি,
অজ্ঞাত
মধুর শিহরণ, বিলিয়ে গেছে আঁটা দরজা
হতে এক চিরকুট, প্রতিশ্রুতির
অভিজ্ঞান, খুলে চলেছে
হৃদয়
প্রণয়ের পাট করা অমূল্য রেশমী উত্তরীয়,
সাজতে চায় জীবন আবার
গুছিয়ে এলোমেলো
শয়নকক্ষ,
একটানা সুরে গেয়ে চলেছে ভিন দেশী এক
সবুজ পাখি, দূর ধুসর পাহাড়ে
ধুম্র বলয় গেছে থেমে,
কিংবা সূর্য্য
চুসে নিয়েছে অবশেষের সজলতা, দিনের
ভব্য প্রকাশে, জীবনের আঁধার
সহসা দেদীপ্যমান,
লিখতে চায়
আবার বিফল কবি অভিনব কবিতা - - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন