রবিবার, ১৮ মার্চ, ২০১২


প্রতিবিম্বিত  মনের  অর্ঘ্য 

জানতাম  তুমি আবার ফিরে আসবে ভরে
আঁচলে সদ্য ঝরা  ফুলের  বাহার, 
হয় ত  গাঁথবে সিক্ত  মনের 
বরণ  মালা, আঁকবে 
উঠোনের  গায়ে
প্রথম বৃষ্টির  আল্পনা, তাই দেখি হৃদয়ের 
দেউলে ভেসে চলেছে  দিব্য  সুবাস, 
স্বপ্রকাশিত যেন  জীবনের 
গহিন  তমসা, অনাম
স্বরে  তরঙ্গিত 
ভৈরব  রাগের আলাপ, সূর্যের  আহ্বান, উঠে 
চলেছে নদীর বুকে  বাষ্পিত  নিঃশ্বাস, 
নৌকার  নিঃস্তব্ধ  দোলন, ঝরে 
চলেছে  আঙ্গুলের  ফাঁক 
হতে  জলের  অর্ঘ্য, 
বিন্দু বিন্দু প্রতিফলিত  প্রণয়ের  অবদান.

- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
Mallikarjuna Temple

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন