বহুমূল্য সে জন
আজ নয় কোনো কথা, শুধুই চেয়ে থাকা,
পরস্পরের মুখ পানে, ভেসে যাওয়া
নিষিক্ত রাতের আঁধারে,
কোলাহল থেকে
বহু দূর,
যেখানে ঝরে অসময়ের বৃষ্টি, ভরে যায়
বুকে, নীল নির্ঝর পাগল কবির
এলোমেলো কবিতা,
শব্দ গুলো
উড়ে চলেছে ঝরা পাতার সাথে, নির্বাক
খৈর রঙ্গী চোখের মায়া, ধরতে
চায় মন উড়ন্ত আগুনের
ফুলকি, জোনাকির
আলোর
ছলনা কিংবা পতঙ্গের ইচ্ছা মৃত্যু, কোন
সুরে গেঁথে চলেছে তার প্রেমের
উন্মুক্ত মালা, আবেশিত
মণি মুক্তা লুটিয়ে
যায়
হৃদয়ের বেখাপ্পা মানুষ, উজাড় করে
জীবন, ভালবাসতে চায় তাকে,
সে যে ভারী মূল্যবান
হারিয়ে গেলে
শুধুই
হাহাকার, অসমাপ্ত যেন প্রলয়ের রাত্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন