নিজে কে উজাড় করে জোছনা ভালবাসতে
painting by sasitha weerasinghe
চায় গহন অন্ধকার, নিশুতি রাতের
মায়া ছড়িয়ে চলেছে অদৃশ্য
কুহকের আলো, সুদুর
নীরব প্রান্তরে
নিশাচর
পাখির রহস্যময় সুরে জেগে উঠতে চায় -
গভীর প্রণয়ের শিখা, কার বিমূর্ত
শরীর, হতে চায় আরোহী,
পরাশ্রয়ী লতার সম,
ধরে রাখতে
আগ্রহী,
দেহ ও প্রাণের তরু, প্রতি গন্ধ কোষ, পরাগ,
পুংকেশরে প্রগাঢ় আধিপত্য, করে যায়
প্রতি মুহুর্তে আবেগময় অবরুদ্ধ !
হৃদয় তখন দ্রুত লেখচিত্র,
লিখে যায় জীবনের
অবুঝ অর্থ,
ওই
মহামিলনের সঙ্গমে, ভব্য আকাশ চেয়ে রয়
নির্বাক, শব্দহীন - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন