সে এক প্রণয়ী ছায়া অথবা মায়াবী হরিণ,
ভাবনার ঝোপের মাঝে এক লহমায়
উধাত্ত, তরঙ্গিত গুল্ম শাখায়
উড়ে যায় আবেশের
জোনাকি !
তোমার প্রেমের পরিভাষা খুবই জটিল,
দেহ ও মন দুটিই করে রাখতে
চায় বন্দী অন্তহীন ভাবে,
আমার ব্যক্তিত্ব
আজন্ম
উন্মুক্ত, আবরণের ভাষা বোঝে না, গায়ে
জড়িয়ে রয় আরশির উত্তরীয়,
কেমন করে আত্মসাত
করি তোমায় বল,
খোলা জীবন
পিঞ্জরে,
যদি পার এস, বিমুক্ত জলস্রোতের রূপে -
বন্য বক্ষঃ স্থলে - -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন