মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

ফেরৎ কবিতার খাম - -

গুছিয়ে বলতে চেয়েছি বহু বার মনের কথা, -
বিশৃঙ্খলিত ভাবনা শুধুই বাক্যহারা,
নির্বাক চেয়ে রইলো তার দিকে, 
হারানো শব্দ গুলো খুঁজে 
পাই নি, কোনো দিন 
হৃদয়, আজ 
পর্যন্ত,
তাই জীবন একটি অপ্রকাশিত কবিতা, ফিরে 
আসে বারে বারে, ছুঁয়ে তার নয়নের 
সম্পাদনা, নাকচ কি স্বীকৃতি 
বোঝা মুশকিল, অদৃশ্য 
সঙ্কেতে কি যেন 
লেখা আছে 
উপান্তে, 
অধর ছাপ কিংবা অশ্রু দাগ, প্রতি মুহুর্তে এক 
রোমাঞ্চ ঘনিয়ে আনে তার মৌন প্রণয়,
প্রতি দিন প্রতিবিম্বে ভেসে উঠে 
রহস্যময়ী তরঙ্গ,নিজের 
চেহারা নিজে কে 
বলে, কিসের 
দহনে 
জ্বলে চলেছো তিলে তিলে, নিঝুম সন্ধ্যার নীল 
আঁধারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


art by Andrei Kushnir 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন