বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

ভালোলাগা


ভাগ্য লিপির অনুসন্ধান ছিল খুবই দুর্বোধ্য !
তীরে দাঁড়িয়ে রইলাম সারাটা জীবন 
জলে পা বাড়াতে পারি নি কোনো 
দিন, নিমজ্জনের আশংকা 
শুধুই ভিজিয়ে গেছে 
বাহ্য আবরণ,
অন্তর্মনের 
ভূমি 
পড়ে রইলো আলগা, বিছিন্ন, তার প্রেমের 
জোয়ারভাটা ভাসিয়ে নিতে পারি নি 
দেহ ও প্রাণের দহন, কেবল 
ছিঁটে ফোঁটা বৃষ্টি সম 
উড়ে গেছে তার 
ভালোলাগা 
এক 
লহমায়, ভালবাসা হয় ওঠে নি কোনো দিন !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Jessica Bader

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন