উদাসীনতার কারণ বলতে পারি নি মন,
সে দাঁড়িয়ে ছিল অনেক ক্ষণ, ঠিক
পূর্ব সিদ্ধান্তের অনুযায়ী,
পুরাকালীন ভগ্ন
দেউলের
প্রাঙ্গনে, সব কিছুই ছিল সাব্যস্ত, সুদুর -
অজানা অঞ্চলের প্রস্থান, আবরণ
বিহীন দেহ, বিছিন্ন ভাবনা,
মোহ মুক্ত হৃদয়,
ফিরে না
আসার মৌন অঙ্গীকার, অলৌকিক এক
অনুভূতি, নিঃশব্দ পায়ে জীবন
ডিঙিয়ে যেতে চেয়ে ছিল
দোরগোড়ার
সীমানা,
কিন্তু বহু বার বিফল প্রেচেষ্টা, এক পা ও
এগিয়ে যেতে দেয় নি চার দেয়ালের
অনুরাগ, বিহানের সঙ্গে হয় ত
পথ চেয়ে সে ফিরে গেছে,
দিগন্তের পথে
একাকী,
যথারীতি পুনরায় জীবন করে গেছে নব
বিশ্বাস ঘাতকতা, বুঝিয়ে দিয়েছে
প্রবুদ্ধ হওয়ার বাস্তবতা !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন