সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নদীর তীর পরিবর্তন - -

বুকের ঊষর ভূমি চেয়ে ছিল ক এক ফোঁটা জল, 
ক এক দিনের মেঘের ছায়া, অনুরাগের 
ঝড়ো সন্ধ্যা, উটকো বন্য ফুলের 
আবেশিত গন্ধ, ক্ষণিক 
ভালবাসা, কিন্তু 
সব কিছু 
কি পাওয়া যায় ভাবলে, কিছু না কিছু অশেষ -
থেকে যায় অতীতের লাজুক পৃষ্ঠায় !
পূর্ণতা হলেই ত শেষ জীবন, 
কিছু চন্দ্র বিন্দু, কিছু 
অল্প বিরাম, 
কিছু যুক্ত অযুক্ত শব্দের ভুল বানান, কবিতার 
বুকে ছড়িয়ে রয় ভাঙা ঝিনুকের রং মেখে,
নিখুঁত জীবনের সংজ্ঞা বইর সুন্দর  
মলাটের সাথে যায় ছিঁড়ে, 
বিবর্ণ অস্তিত্ব খুঁজে 
প্রেমের অর্থ 
সময়ের 
অভিধানে, দেহ তখন শঙ্খ খোল, পরিত্যক্ত পড়ে 
রয় বালুর বিছানায়, সকাল তখন নদী 
সরে যায় অন্য পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by MAXFIELD PARRISH 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন